পিএসসি, জেএসসি, এসএসসি, জেডিসি, দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জেনে নিন। এবং অনলাইনে ও ম্যাসেজের মাধ্যমে যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল দেখুন।
বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল জানতে আমরা অনেক সময় সঠিক নিয়ম কানুন প্রয়োগ করি না।
আবার অনেক সময় আমাদের নিজেদের পরীক্ষার রেজাল্ট কিংবা আমাদের কাছের ছোট ভাই বোন কিংবা কোন আত্মীয়স্বজনের ফলাফল জানার জন্য আমরা অনেক সময় গুগলে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাঁটি করি। কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা পরীক্ষার ফলাফল দেখতে পারিনা।
যার ফলে আমাদের সময়ের অপচয় হয় এবং পরীক্ষার ফলাফল না পাওয়ার জন্য আমাদের দুশ্চিন্তা হতে থাকে। এই আর্টিকেলে আমরা সকল পাবলিক পরীক্ষার ফলাফল দেখার জন্য নিয়ম কানুন গুলো খুব ভালো করে শিখব। প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনাদের পরীক্ষার রেজাল্ট দেখতে আর কোন সমস্যা হবে না।
রেজাল্ট দেখার নিয়ম
পরীক্ষার রেজাল্ট দুইভাবে দেখা যায়৷ একটি হলো অনলাইনে অন্যটি হলো মেসেজের মাধ্যমে। মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট নাম্বারে মেসেজ দিয়ে যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এজন্য অবশ্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ এসএমএস চার্জ প্রদান করতে হবে।
প্রতি এসএমএসে সরকারি চার্জ ২ টাকা। কিন্তু আপনাকে ভ্যাট এসডি এবং সম্পূরক শুল্কসহ প্রায় তিন টাকার কাছাকাছি পরিশোধ করতে হবে।
রেজাল্ট দেখার ওয়েবসাইট ও লিংক
পরীক্ষার রেজাল্ট দেখার জন্য শিক্ষাবোর্ডের আলাদা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে আপনি এইচএসসি পর্যন্ত সকল পরীক্ষাল ফলাফল দেখতে পারবেন। এছাড়াও শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটও আছে সেখানেও উপজেলা ভিত্তিক বা স্কুল ভিত্তিক ফলাফল দেখতে পারবেন। যা নিয়ে আমরা পরে আলোচনা করবো। রেজাল্ট প্রকাশের কেন্দ্রীয় ওয়েবসাইট লিংক হলো–.
এই দুইটি সাইটে আপনি জেএসসি থেকে এইচএসসি পর্যন্ত রেজাল্ট মার্কশীটসহ দেখতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার ওয়েবসাইট
জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল দেখার জন্য ভিজিট করুন এই সাইটে https://nu.ac.bd
অনলাইনে পিএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা হলো পিএসসি পরীক্ষা। সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তাই এই পরীক্ষাটি ফলাফল নিয়েও অনেকের মাঝে আগ্রহ থাকে৷ আসুন দেখে নেই কিভাবে অনলাইনে পিএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন।
পিএসসি পরীক্ষার্থী পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েবসাইটটি হলো ওয়েবসাইটের মাধ্যমেও খুব সহজেই পিএসসি রেজাল্ট নেওয়া যায়। রেজাল্ট দেখার ওয়েবসাইট ও নিয়মকানুন নিচে দেওয়া হলো।
পিএসসি পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট ও লিংক
১. প্রথমে উপরের থেকে পিএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইটে যান।
২.সেখানে passing year এর ঘরে পরীক্ষায় পাশের সাল সিলেক্ট করুন।
৩. Student ID এর ঘরে প্রবেশ পত্রে থাকা Student ID নম্বরটি লিখুন।
৪. সর্বশেষে Submit লেখায় ক্লিক করে ফলাফল দেখুন।
অথবা https://dperesult.teletalk.com.bd এই সাইটে গিয়ে প্রথমে পরীক্ষার নাম সিলেক্ট করুন। প্রাথমিক শিক্ষা সমাপনী> পরীক্ষার সন নির্বাচন করুন। যেমন: ২০২২> বিভাগ সিলেক্ট করুন। যেমন: ঢাকা> নিজ জেলা সিলেক্ট করুন। যেমন: কিশোরগঞ্জ> উপজেলা অথবা থানা সিলেক্ট করে নিন> আপনার পিএসসি পরীক্ষার রোল নাম্বার লিখে দিন>সাবমিট বাটনে ক্লিক করুন।
উপর্যুক্ত সকল তথ্য সঠিকভাবে বসানোর পর ক্লিক করলেই পিএসসি পরীক্ষার রেজাল্ট চলে আসবে। পিএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইটটি সম্পর্কে অনেকেই জানেন না। আপনি চাইলি এই ওয়েবসাইটের লিংকটি আপনার পরিচিত ব্যক্তিদের সাথে শেয়ার করতে পারেন। এতে তারা পিএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে খুব সহজেই নিতে পারবে।
মেসেজের মাধ্যমে পিএসসি রেজাল্ট দেখার নিয়ম
মেসেজের মাধ্যমেও আপনি পিএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন নিচের নিয়ম অনুসরণ করে। নিয়মটি হলো:– মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DPE <space> THANA/UPAZILA <space> CODE NUMBER <space> PSC ROLL NUMBER লিখে সেন্ড করুন 16222 নাম্বারে।
পরবর্তী মেসেজের মাধ্যমে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। আমার পরামর্শ থাকবে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস করার তাহলে খুব দ্রুতই আপনি ফিরতি এসএমএসে আপনার পরীক্ষার ফলাফল জানতে পারবেন কেননা টেলিটক সিম ব্যবহার করার ফলে টেলিটকের সার্ভারেই রেজাল্ট থাকে তাই টেলিটক সিমের মাধ্যমে রেজাল্ট খুব দ্রুত পাওয়া সম্ভব।
অনলাইনে ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
পিএসসির মত ইবতেদায়ী পরীক্ষার রেজাল্টও দেখতে পারবেন। মাদ্রাসার শিক্ষার্থীরা এই ইবতেদায়ী পরীক্ষা দিয়ে থাকে৷ ইবতেদায়ী পরীক্ষার ফলাফল একটু আলাদাভাবে দেখতে হয় অনেকেই পিএসসি পরীক্ষার সাথে ইবতেদায়ী পরীক্ষা মিলিয়ে ফেলেন। যার ফলে রেজাল্ট খুঁজে পান না আসুন আমরা তাই ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট পাওয়ার সম্পর্কে জেনে নেই। রেজাল্ট দেখার নিয়ম:
ইবতেদায়ী পরীক্ষার্থী পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েবসাইটটি হলো dpe.gov.bd। এই সাইটে গিয়ে প্রথমে পরীক্ষার নাম সিলেক্ট করুন। ইবতেদায়ী পরীক্ষা> পরীক্ষার সন নির্বাচন করুন। যেমন: ২০২২> বিভাগ সিলেক্ট করুন। যেমন: ঢাকা> নিজ জেলা সিলেক্ট করুন। যেমন: কিশোরগঞ্জ> উপজেলা অথবা থানা সিলেক্ট করে নিন> আপনার ইবতেদায়ী পরীক্ষার রোল নাম্বার লিখে দিন>সাবমিট বাটনে ক্লিক করুন।
উপর্যুক্ত সকল তথ্য সঠিকভাবে বসানোর পর ক্লিক করলেই ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট চলে আসবে।
মেসেজের মাধ্যমে ইবতেদায়ী রেজাল্ট দেখার নিয়ম
মেসেজের মাধ্যমে ইবতেদায়ী রেজাল্ট দেখতে নিচের নিয়ম অনুসরণ করুন–
EBT <space> Thana/Upazila Code Number <space> PSC Roll Number লিখে সেন্ড করুন 16222 নাম্বারে
পরবর্তী মেসেজের মাধ্যমে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন।
অনলাইনে জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ২টি ওয়েবসাইট রয়েছে:
www.educationboardresults.gov.bd
১. প্রথমে রেজাল্ট দেখার ওয়েবসাইট ভিজিট করুন।
২. Examination এর জায়গায় JSC নির্বাচন করুন।
৩.. Year এর জায়গায় পরীক্ষার সাল (যেমন: ২০২২) নির্বাচন করুন
৪. Board এর জায়গায় আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড (যেমন: Mymenshingh) সিলেক্ট করুন।
৫. Roll এবং Registration No সঠিকভাবে পূরণ করুন
৬. এবার নিচে যে ক্যাপচা-টি রয়েছে তা সলভ করে লিখে দিতে হবে।
৭. Submit এ ক্লিক করলেই জেএসসি রেজাল্ট দেখতে পারবেন।
রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে সবাই রেজাল্ট দেখতে সাইট ভিজিট করে বলে অনেক সময় ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয়। আবার ওয়েবসাইট স্লো হয়েও যেতে পারে। সেক্ষেত্রে দ্রুত রেজাল্ট দেখার জন্য eboardresults.com/v2/home সাইট ভিজিট করতে পারেন। এই সাইটটি একটু দ্রুত কাজ করে।
মেসেজের মাধ্যমে জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
অনলাইনে সার্ভারে স্লো লোডিং হবার কারনে রেজাল্ট পেতে দেরি হতে পারে৷ এজন্য মেসেজের মাধ্যমে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। মেসেজের মাধ্যমে জেএসসি পরীক্ষার রেজাল্ট পেতে হলে নিচের নিয়ম অনুসরণ করুন।
দ্রুত জেএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC, তারপর নিজের বোর্ডের তিন অক্ষর লিখতে হবে। একটি স্পেস দিয়ে জেএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখুন এরপর আরও একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার বছর লিখুন (যেমন: 2022)।
এরপর সেন্ড করুন 16222 এই নাম্বারে। উদাহরণ: JSC DHA 123456 2022 Send 16222। ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে পরীক্ষার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে জেডিসি রেজাল্ট দেখার নিয়ম
১. প্রথমে উপরে বর্ণিত রেজাল্ট দেখার ওয়েবসাইট ভিজিট করুন।
২. Examination এর জায়গায় JDC নির্বাচন করুন।
৩. Year এর জায়গায় পরীক্ষার সাল (যেমন: ২০২২) নির্বাচন করুন
৪. Board এর জায়গায় মাদ্রাসা বোর্ড সিলেক্ট করুন।
৫. Roll এবং Registration No সঠিকভাবে পূরণ করুন
৬. এবার নিচে যে ক্যাপচা-টি রয়েছে তা সলভ করে লিখে দিতে হবে।
৭.Submit এ ক্লিক করলেই জেএসসি রেজাল্ট দেখতে পারবেন।
রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে সবাই রেজাল্ট দেখতে সাইট ভিজিট করে বলে অনেক সময় ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয়। আবার ওয়েবসাইট স্লো হয়েও যেতে পারে। সেক্ষেত্রে দ্রুত রেজাল্ট দেখার জন্য eboardresults.com/v2/home সাইট ভিজিট করতে পারেন। এই সাইটটি একটু দ্রুত কাজ করে।
মেসেজের মাধ্যমে জেডিসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে জেডিসি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে JDC লিখে স্পেস দিন, তারপর MAD। লিখে স্পেস দিন এবং জেডিসি পরীক্ষার রোল নাম্বারটি লিখুন, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর (যেমন: 2022) লিখুন। এরপর সেন্ড করুন 16222 এই নাম্বারে। উদাহরণ: JDC MAD 123456 2022 Send to 16222
অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে eboardresults.com/v2/home
educationboardresults.gov.bd ওয়েবসাইট দুইটি প্রয়োজন।
১. দুইটি ওয়েবসাইটের যেকোনটি ভিজিট করুন
২. Examination এর জায়গায় SSC নির্বাচন করুন
৩. Year এর জায়গায় পরীক্ষার সাল (যেমন: 2022) নির্বাচন করুন
৪. Board এর জায়গায় আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করুন (যেমন: Barishal)
৫. Roll এবং Registration No সঠিকভাবে পূরণ করুন
৬. এবার নিচে যে ক্যাপচা-টি রয়েছে তা পূরণ করূন, যেমন: 2+6=8
৭. এরপর Submit এ ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন।
আপনি যদি টেকনিল্যাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে Examination এর জায়গায় SSC (Vocational) নির্বাচন করুন এবং বোর্ড এর যায়গায় Technical Board দিবেন।
মেসেজের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট পেতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC, তারপর একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের তিন অক্ষর লিখতে হবে।
একটি স্পেস দিন এবং আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখুন, এরপর আর একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার বছর লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ: SSC DHA 123456 2022 Send to 16222। আর টেকনিক্যাল এর জন্য SSC TEC 123456 2022 Send 16222 লিখে এসএমএস পাঠাতে হবে।
অনলাইনে দাখিল রেজাল্ট দেখার নিয়ম
দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে eboardresults.com/v2/home
educationboardresults.gov.bd ওয়েবসাইট দুইটি প্রয়োজন।
১. দুইটি ওয়েবসাইটের যেকোনটি ভিজিট করুন
২. Examination এর জায়গায় Dakhil নির্বাচন করুন।
৩. Year এর জায়গায় পরীক্ষার সাল (যেমন: 2022) নির্বাচন করুন।
৪. Board এর জায়গায় মাদ্রাসা বোর্ড সিলেক্ট করুন।
৫. Roll এবং Registration No সঠিকভাবে পূরণ করুন।
৬. এবার নিচে যে ক্যাপচা-টি রয়েছে তা পূরণ করূন, যেমন: 6+9=15
৭. এরপর Submit এ ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন।
তবে আপনাকে খেয়াল রাখতে হবে। বোর্ডের জায়গায় মাদ্রাসা বোর্ড সিলেক্ট করতে হবে। অন্যথায় রেজাল্ট দেখাবে না।
মেসেজের মাধ্যমে দাখিল রেজাল্ট দেখার নিয়ম
এসএমএসের মাধ্যমে দাখিল পরীক্ষার রেজাল্ট পেতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে DAKHIL, তারপর একটি স্পেস দিয়ে MAD লিখতে হবে। একটি স্পেস দিন এবং আপনার দাখিল পরীক্ষার রোল নাম্বারটি লিখুন, এরপর আর একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার বছর লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ: DAKHIL MAD 123456 2022 Send 16222
অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে eboardresults.com/v2/home
educationboardresults.gov.bd ওয়েবসাইট দুইটি প্রয়োজন।
১. ওয়েবসাইটের যেকোনটি ভিজিট করুন
২. Examination এর জায়গায় HSC নির্বাচন করুন
৩. Year এর জায়গায় পরীক্ষার সাল (যেমন: 2022) নির্বাচন করুন
৪. Board এর জায়গায় আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করুন (যেমন: Barishal)
৫. Roll এবং Registration No সঠিকভাবে পূরণ করুন
৬. এবার নিচে যে ক্যাপচা-টি রয়েছে তা পূরণ করূন, যেমন: 2+6=8
৭. এরপর Submit এ ক্লিক করলেই ফলাফল দেখতে পারবেন।
আপনি যদি টেকনিল্যাল বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে Examination এর জায়গায় HSC (Vocational) নির্বাচন করুন এবং বোর্ড এর যায়গায় Technical Board দিবেন।
মেসেজের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে HSC, তারপর একটি স্পেস দিয়ে নিজের বোর্ডের তিন অক্ষর লিখতে হবে। তারপর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখুন, এরপর আর একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে মেসেজটি 16222 নাম্বারে সেন্ড করুন। উদাহরণ: HSC DHA 123456 2022 and Send to 16222
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ একটি বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়ে লেখাপড়া করে থাকে। চারটি বর্ষে পরীক্ষা হয়। প্রথম বর্ষ ,দ্বিতীয় বর্ষ ,তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ। ফলাফল জানার জন্য আমরা অনেকেই অন্যদের সহায়তায় রেজাল্ট জানতে পারি। কিন্তু মোবাইলের ফোনেই অন্য কারো সাহায্য ছাড়াই আপনার পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন।
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স রেজাল্ট দেখা খুব সহজ। এর জন্য শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন। এর জন্য যা করতে হবে-
১. প্রথমে মোবাইলের ব্রাউজার এ গিয়ে nu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. অতঃপর ক্লিক করতে হবে মেনু অপশন এ। ৩.এরপর Honours Sub-menu অপশনে ক্লিক করতে হবে।
৪. অতঃপর আপনি যে বর্ষের ফলাফল বের করতে চান সে বর্ষের ওপর ক্লিক করতে হবে।
৫. সবশেষে আপনার রোল নাম্বার দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে অপেক্ষা করলে বের হয়ে যাবে অনার্স রেজাল্ট।
আপনি চাইলে প্রিন্ট অপশনে ক্লিক করে রেজাল্ট প্রিন্ট করে নিতে পারেন।
মেসেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম
মেসেজের মাধ্যমেও আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এর ফলাফল জানতে পারবেন। এক্ষেত্রে নিয়ম হলো–
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। এরপর টাইপ করতে হবে NU এরপরে স্পেস দিয়ে পরীক্ষার কোর্স নাম লিখতে হবে। যেমন- অনার্স চতুর্থ বর্ষের ফলাফলের জন্য লিখতে হবে H4।
সবশেষে স্পেস দিয়ে পরীক্ষার রোল নাম্বারটি লিখতে হবে। মেসেজটি লেখা শেষ হলে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। আশা করি এ প্রক্রিয়ায় আপনারা খুব সহজেই অনার্স রেজাল্ট বের করতে সক্ষম হবেন।
বিশেষ কিছু সতর্কতা: রেজাল্ট দেখতে গিয়ে আমাদের অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। ভুল হলে ফলাফল আসবেনা। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, কি পরীক্ষা দিয়েছেন এগুলো অবশ্যই সুন্দর করে খেয়াল করে দিতে হবে।
যাতে কোন ভুল ভ্রান্তি না হয়। আবার ভুল করে রোল নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দেন কিংবা রেজিস্টেশন নাম্বারের জায়গায় রোল নাম্বার বসিয়ে দেন। এটা করলেও ফলাফল আসবেনা। আবার ক্যাপচা পূরনের সময় সঠিক যোগফল লিখতে হবে।
অনেকে আবার যোগফল না লিখে ক্যাপচাতে যেরকম লেখা থাকে সেরকমটিই লেখেন। এটা করলেও রেজাল্ট আসবে না। তাই যে যে জায়গায় যেসব তথ্য চেয়েছে সে সব জায়গায় সেই তথ্যই লিখতে হয়। তাহলে আপনি অতি সহজেই ফলাফল পেয়ে যাবেন
বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dhakaeducationboard.gov.bd/
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://mymensingheducationboard.gov.bd/
কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://comillaboard.gov.bd/
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bise-ctg.gov.bd/
রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://rajshahieducationboard.gov.bd/
যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.jessoreboard.gov.bd/
বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.barisalboard.gov.bd/
সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://sylhetboard.gov.bd/
দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dinajpureducationboard.gov.bd/
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bmeb.gov.bd/
কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bteb.gov.bd/
বিভিন্ন শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর
রেজাল্ট দেখার জন্য যেহেতু নিজ নিজ শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর প্রয়োজন হয়৷ তাই আপনাদের সুবিধার জন্য প্রত্যেক শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষরের তালিকা নিচে দেওয়া হলো।
Dhaka Board = DHA
Mymensingh = MYM
Comilla Board = COM
Barisal Board = BAR
Sylhet Board = SYL
Chittagong Board = CHI
Jeshor Board = JES
Rajshahi Board = RAJ
Dinajpur Board = DIN
Madrasha Board = MAD
Technical Board = TEC
নাম্বারসহ রেজাল্ট দেখার নিয়ম
পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর অনেক সময় কৌতূহল থাকে যে কোন বিষয়ে কত পেয়েছি তা জানতে।
ফলাফল প্রকাশের পরের দিন নাম্বার সহ রেজাল্ট নেওয়া যায়। ক্ষেত্র বিশেষ পরীক্ষার দিন দিনে সন্ধ্যা ছয়টার পর নাম্বার সহ ফলাফল জানা যায়। এতে করে আপনি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা দেখতে পারবেন। নাম্বার সহ রেজাল্ট পাওয়ার জন্য স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট নেওয়া যাবে।
পরীক্ষার নাম্বার দেখার জন্য উপরে সব বোর্ডের ওয়েবসাইট লিংক দেওয়া আছে। সেখান থেকে আপনার বোর্ডের ওয়েবসাইট থেকে নিজের ফলাফল সংগ্রহ করুন। তবে এক্ষেত্রে আপনাকে সন্ধ্যা ৬ টার পর চেষ্টা করতে হবে। কেননা দুপুর ২ টার পর শুধু জিপিএ এবং সন্ধ্যা ৬ টার পর নাম্বারসহ রেজাল্ট দেখতে পাওয়া যায়।
ফলাফল পুনঃনিরীক্ষনের নিয়ম
অনেকেরই আশানুরূপ ফলাফল হয়না। তাই তারা বোর্ড চ্যালেঞ্জ করতে চায়। সেজন্য কিছু নিয়মকানুন রয়েছে।
সাধারণত, রেজাল্ট দেওয়ার পরবর্তী দিন থেকেই বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের আবেদন করা যায়। এতে নির্দিষ্ট ফী প্রদানপূর্বক আবেদন করতে হয়।
আসুন এবার ফলাফল পুনঃনিরীক্ষনের নিয়মাবলি জেনে নিই।
পিএসসি ফলাফল পুন:নিরীক্ষণের নিয়ম
আবেদনকারীকে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে DPRSC <Space> Student ID <space> Subject code এরপর উক্ত এসএমএস টি পাঠিয়ে দিতে হবে 16222 এই নম্বরে।
ফিরতি SMS এ ফি উল্লেখপূর্বক একটি পিন কোড দেয়া হবে। আবেদন নিশ্চিত করার জন্য DPRSC<space>YES<space>Pin number<space>Contact number লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। বিঃদ্রঃ যে Contact number দেয়া হবে সেটিতেই ফলাফল জানানো হবে।
ইবদেতায়ী ফলাফল পুনঃ নিরীক্ষণের নিয়ম
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল থেকে পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে। আবেদন করতে মােবাইলের Message অপশনে গিয়ে DPRSC <Space> Student ID <Space> আবেদন ইচ্ছুক বিষয়ের | Code লিখে Send করুন 16222 নম্বরে। উদাহরণ: DPRSC 123456789 111 লিখে Send করুন 16222 নম্বরে। (123456789 এখানে Student ID এবং 111 বিষয় কোড)। ফিরতি SMS– এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN নম্বর প্রদান করা হবে।
আবেদন এ সম্মত থাকলে Message অপশনে গিয়ে DPRSC <Space> Yes <Space> PIN No. <Space> Contact No. (যেকোনাে অপারেটর) লিখে Send করুন 16222 নম্বরে। উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলাে আলাদা করে লিখতে হবে।
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৮০ টাকা হারে ফি প্রযােজ্য হবে। প্রাইমারী সমাপনী পরীক্ষার পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে Subject Code জানতে শুধুমাত্র টেলিটক মােবাইলে Message অপশনে গিয়ে DPRSC <Space> HELP <Space> CODE লিখে Send করুন 16222 নম্বরে। উদাহরণ: DPRSC HELP CODE লিখে Send করুন 16222 নম্বরে।
জেএসসি ফলাফল পুনঃ নিরীক্ষণের নিয়ম
JSC/সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (ফলাফল প্রকাশের পরে): শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মােবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বাের্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রােল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: RSC DHA 123456 101 লিখে Send করুন 16222 নম্বরে | (123456 এখানে প্রার্থীর রােল নম্বর এবং 101 বিষয় কোড)। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে।
আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN Number <Space> ContactNumber (যেকোনাে অপারেটর) লিখে Send করুন 16222 নম্বরে।
উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলাে আলাদা করে লিখতে হবে। যেমন: বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মােবাইলের Message অপশনে গিয়ে RSC<Space>Dha<Space>Roll Number<Space>101,107 লিখতে হবে।
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযােজ্য হবে। যে সকল বিষয়ের জন্য ২টি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে। সে সকল বিষয়ে একটি বিষয় কোড (বাংলার জন্য 101, ইংরেজির জন্য 107) এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা প্রযােজ্য হবে।
এসএসসি ফলাফল পুনঃ নিরীক্ষণের নিয়ম
আবেদনকারীকে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC<space>1st three letter of board<space>Rool number<space>Subject code এরপর উক্ত এসএমএস টি পাঠিয়ে দিতে হবে 16222 এই নম্বরে।
ফিরতি SMS এ ফি উল্লেখপূর্বক একটি পিন কোড দেয়া হবে। আবেদন নিশ্চিত করার জন্য RSC<space>YES<space>Pin number<space>Contact number লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। বিঃদ্রঃ যে Contact number দেয়া হবে সেটিতেই ফলাফল জানানো হবে।
এইচএসসি ফলাফল পুনঃ নিরীক্ষণের নিয়ম
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মােবাইলের Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে শিক্ষা বাের্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে প্রার্থীর রােল নাম্বার লিখে <Space> দিয়ে Subject Code লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে। এক্ষেত্রে প্রতিটি বিষয় বা প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযােজ্য হবে।
ফিরতি SMS-এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> PIN Number <space> Contact Number লিখে Send করুন 16222 নাম্বারে।
একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।
পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফলাফলের কোন পরিবর্তন হলে আপনাকে ফোনে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। লিখিত নিয়ম অনুসারে ওয়েবসাইটে পর্যবেক্ষণ করেও আপনার রেজাল্ট জানতে পারবেন।
আশা করি আর্টিকেলটি পরে আপনারা পরীক্ষার ফলাফল কিভাবে জানতে হয় তার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। ফলাফল জানা খুবই সহজ এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পিএসসি, জেএসসি,এসএসসি, এইচএসসি ,দাখিল ,আলিমসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল কিভাবে জানা যায় তা সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত লেখা হয়েছে।
আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকলে আপনার কাছের মানুষ জনের সাথে শেয়ার করতে পারেন। তাহলে আপনার আত্মীয়-স্বজন এবং নিকটজনও খুব সহজেই পরীক্ষার ফলাফল জানতে পারবে। এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।
আরো পড়ুন;- বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২২
লিখেছেন: রাকিব খান
সূচীপত্র