ইংরেজি বাক্যগঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এটি একধরণের parts of speech।মাঝে মাঝে ভুল preposition ব্যবহারের ফলে সম্পূর্ণ বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে।তাই Preposition কাকে বলে তা আমাদের জেনে রাখা ভালো।এক ই সাথে কতো প্রকার ও ব্যবহারের নিয়ম নিয়েও আজকের আর্টিকেলে আলোচনা করবো।তাহলে প্রথমেই জেনে আসি Preposition কি? 

Preposition কাকে বলে?

যে শব্দ noun বা Pronoun এর পূর্বে বসে ঐ Noun বা Pronoun এর সঙ্গে বাক্যের অন্য word এর সম্পর্ক বুঝিয়ে দেয় তারক Preposition বলা হয়।

Pre শব্দের অর্থ পূর্বে, আর Position শব্দের অর্থ অবস্থান। সুতরাং Preposition শব্দের অর্থ হল Noun বা Pronoun এর পূর্বে অবস্থিত সম্বন্ধ সূচক Word.

আরো ভালো ভাবে বুঝতে,কিছু উদাহরণ দেখে আসা যাক,

The book is on the table অর্থ্যাৎ, বইটি টেবিলের উপর আছে। এই Sentence এর মধ্যে on শব্দটি table এই noun এর পূর্বে বসে book এবং table এর মধ্যে কি সম্বন্ধ তা প্রকাশ করেছে। এরূপ সম্বন্ধ প্রকাশ করায় on শব্দটি সম্বন্ধবাচক অব্যয় বা Preposition.

The sun rises in the east. সূর্য পূর্ব দিকে উঠে। এই sentence এ In এই word টি east এর সঙ্গে sun এর কি সম্পর্ক আছে তা বুঝানো হয়েছে। Sentence এর মধ্যে এইরূপ সম্বন্ধ প্রকাশ করায় in শব্দটি Preposition হয়েছে।

I write with a pencil আমি পেন্সিল দিয়ে লিখি। এই শব্দটিতে উইথ শব্দটি আই এর pronoun এর সঙ্গে Pencil এই noun এর কি সম্পর্ক আছে তা বোঝানো হয়েছে।সুতরাং Preposition হয়েছে। with শব্দটি Preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।

Preposition কাকে বলে উদাহরণ সহ তো জানতে পারলাম।এখন আলোচনায় আসছি preposition কতো প্রকার ও কি কি তা নিয়ে।

সম্পর্কিত;- শব্দ কাকে বলে? কত প্রকার ও কি কি?

Preposition কত প্রকার?

গঠন ও কাজের ভিত্তিতে Preposition কে ৬ ভাগে ভাগ করা হয়েছে; যেমন:

      1. Simple Preposition

      1. Double

      1. Compound

      1. Phrase

      1. Participle

      1. Disguised

    Simple Preposition :

    যেসকল Preposition শুধুমাত্র একটি Word দ্বারা গঠিত, তাকে Simple Preposition বলে।যেমন,on,at etc.

    যেমন:

    Double Preposition

    বাক্যের অর্থ সম্পূর্ন করতে কতকগুলি Preposition  দু’টি করে একত্রে বসে, এই Preposition গুলিকে Double Preposition বলে।

    যেমন:

    Compound Preposition

    যেসকল Preposition দুই বা ততোধিক Word দ্বারা গঠিত, তাকে  Compound Preposition বলে।যেমনঃ about,around,above

    যেমন:

    Phrase Preposition

    যে preposition গুলো দলবদ্ধ শব্দ  এবং sentence এর  বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বোঝায় তাদেরকে phrase preposition বলে ।

    Examples:

     

    যেসকল Present বা Past Participle বাক্যের মধ্যে বসিয়ে Preposition – এর কাজ করে, তাকে Participle Preposition বলে।

    Disguised Preposition

    যেসকল Preposition বাক্যের মধ্যে ছদ্মবেশে থাকে, তাকে Disguised Preposition বলে

    কখনো কখনো on এবং of এর পরিবর্তে ‘a’  ‘o’ ব্যবহৃত এদেরকে Disguised preposition বলা হয়।

    যেমন:

    কতিপয় Preposition এর ব্যবহার

    Aboard (জাহাজের উপরে বা মধ্যে বুঝাতে বসে

    Q

    : We went aboard the ship.

    • Amid/amidst (মধ্যে ভিতরে মাঝখানে) He finished his speech amid tremendous applause.

    Amongst (): It is difficult to see him clearly among/amongst the crowd.

    • Around (সবদিকে) I ran around the building.

    . As (যেভাবে ) I treat him as a child.

    • Astride (দুই পা দুই দিকে ঝুলিয়ে রাখা বুঝালে): The boy is sitting astride his father’s shoulder

    Beneath (নিচে): The police’s behavior in this issue is beneath contempt.

    Beyond (a): It is beyond my imagination.

    • But (কিন্তু বিপরীত অর্থ বোঝাতে) He is rich but unhappy.

    . By(পাশে): He stood by the window.

    Bar/barring (ছাড়া) We leave by tomorrow barring accident. her’s shoulder

    By (হিসেবে): Hire a car by the hour.

    Concerning (সম্পর্কে): He asked several questions concerning the future of the company.

    By(নির্ধারিত সময়ের মধ্যে ) I will return the book by Monday next.

    Despite (সত্বেও) : He was good at physics despite the fact that he found it boring

    During (যাবৎ / ব্যাপী/ কোন সময় বা স্থিতিকাল ধরে ): I stayed in Canada during the winter.

    Except/ excepting (বাদে): All the members of the team went to England except Tamim.

    Round (চারদিকে): The earth moves round the sun.

    throughout(আদ্যেপান্ত): We celebrate Pahela Baishakh throughout the country.

    Unlike (মত নয় বা অন্যরকম বা ভিন্ন ): She is unlike her mother.

    আরো পড়ুন ;- পরাগায়ন কাকে বলে? কত প্রকার ও কি কি?

    সর্বশেষ আপডেট

    সূচীপত্র

    Leave a Comment