সবার কথা চিন্তা করে এই পোস্ট করা হয়েছে। আমাদের জন্য সমাস কত প্রকার জানা আবশ্যক। প্রিয় পাঠক, আমাদের আজকের আলোচনায় আপনাকে স্বাগতম। আপনি যদি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে খুব সহজেই আমাদের আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন। আপনাদের সুবিধার কথা চিন্তা করে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরেছি। আশা করছি এটি আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে। তাই অবশ্যই সমাস কত প্রকার এই আর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।
সমাস ছয় প্রকার যথা:
১. দ্বন্দ্ব : যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং সমস্যমান পদের অর্থ প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
২. দ্বিগু : যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ সমাহার বা মিলন অর্থে থাকে এবং তারপর বিশেষ্য পদের সঙ্গে মিলে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
৩. কর্মধারয় : যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান থাকে তাকে কর্মধারয় সমাস বলে।
৪. তৎপুরুষ : পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসের পরপদের অর্থ প্রধান থাকে তাকে তৎপুরুষ সমাস বলে।
৫. অব্যয়ীভাব : যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্ধ প্রধান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে।
৬. বহৃব্রীহি : যে সমাসে পর্বপদ বা পরপদের কোন অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
সমাস কাকে বলে ও সমাস কত প্রকার?
সমাস আর এক কথায় প্রকাশ এই দুইটার মধ্যে পার্থক্য কী বা কোথায়?
সরাসরি উত্তরে চলে যাচ্ছি।
একটা উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে।
মনে করুন, আমি আপনাকে একটি শব্দ বললাম। আর সেটা হচ্ছে
“সিংহাসন”
প্রথমে এই শব্দটাকে সমাসের মাধ্যমে লিখি।
তাহলে এমনটা দাঁড়ায়-সিংহ চিহ্নিত আসন।
এবার, এক কথায় প্রকাশে আসি।
তাহলে ঐ একই শব্দ “সিংহাসন” কে বোঝায় এমন কিছু যেখানে সম্রাট /রাজা/ শাসক এর বসার স্থান এরকম কিছু।
তাহলে কী দাঁড়ালো?
দুই ক্ষেত্রেই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলেও,
এক কথায় প্রকাশের মাধ্যমে সরাসরি একটি বাক্যকে এক শব্দে প্রকাশ করা হয়েছে।
অপরদিকে, সমাসের মাধ্যমে অন্তর্নিহিত ভাব বা রূপক অর্থকে এক শব্দে প্রকাশ করা হয়েছে।
পরিশেষে বলা যায় যে সমাস কত প্রকার? বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারছেন । এছাড়া বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে সমস্যাটি জানানোর অনুরোধ রইলো। আর যদি সমাস কত প্রকার? এটি ভালো ভাবে বুঝে থাকেন তা হলেও মন্তব্য করতে পারেন।