সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২২-আপডেট

সকল সিমের প্রয়োজনীয় কোড: মোবাইল ফোন আমাদের প্রত্যেকের প্রতিদিনের ব্যবহারের একটি প্রয়োজনীয় জিনিস। আর মোবাইল ফোনের প্রয়োজনীয় অনুসঙ্গ হল সিম। আমরা প্রত্যেকেই মোবাইলে সিম ব্যবহার করে থাকি এক বা একের অধিক।

সিমের কল করা থেকে শুরু করে ব্যালেন্স চেক করা ,মোবাইলের ডাটা/এমবি, মিনিট চেক করাও আমাদের একটি প্রয়োজনীয় কাজ। মোবাইলের ব্যালেন্স চেক করতে, মিনিট চেক করতে কিংবা এসএমএস চেক করতে কিছু কোড রয়েছে।

সেই কোড ডায়াল করার মাধ্যমে মিনিট ,এমবি এসএমএস ইত্যাদি চেক করা হয়। যেহেতু এক একটি সিমের একেক ধরনের কোড রয়েছে তাই সেগুলো আমাদের পক্ষে সব সময় মনে রাখা সম্ভব হয় না।

আর আমরাও বিভিন্ন সময় দরকারে বিভিন্ন সিম ব্যবহার করে থাকি। তাই আজকে আমরা আপনাদের সুবিধার্থে সকল সিমের প্রয়োজনীয় কোড নিয়ে আলোচনা করবো।

সিমের নাম্বার দেখার কোড

সিমের নাম্বার দেখার নিয়ম: প্রথমে যেটা আমার জানা সবচেয়ে জরুরী সেটা হলো সিমের নাম্বার দেখা। আমাদের এক এক ধরনের একের অধিক সিম থাকে। হয়ত আমরা বিভিন্ন সময় সিম বন্ধ করে রাখি কোন অফার পাওয়ার জন্য। কিন্তু পরে যেটা দেখা যায় তা হল আমরা সিমের নাম্বার মনে রাখতে পারি না। আপনি হয়তো নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করে অফার নিবেন।  

কিন্তু দেখা গেল যে, আপনার সিমের নাম্বারটাই মনে নেই। সিমের নাম্বারটি ফোনে সেভ করেও রাখি না। যার ফলে রিচার্জ করতে গিয়ে আমাদের বিপাকে পড়তে হয়। চলুন তাহলে জেনে নেই কিভাবে সকল সিমের সকল নাম্বার দেখতে পারবেন।

গ্রামীণফোন নাম্বার চেক

  • গ্রামীণফোন সীমের নাম্বার দেখার কোড: *2#

বাংলালিংক নাম্বার চেক

  • বাংলালিংক সীমের নাম্বার দেখার কোড: *511#

রবি সিমের নাম্বার দেখার নিয়ম

  • রবি সীমের নাম্বার দেখার কোড: *140*2*4#

এয়ারটেল নাম্বার চেক

  • এয়ারটেল সীমের নাম্বার দেখার কোড: *121*6*3#

টেলিটক নাম্বার দেখার উপায়

  • টেলিটক সীমের নাম্বার দেখার কোড: *551#

সিমে ব্যালেন্স চেক কোড

সিমের ব্যালেন্স দেখার নিয়ম: কোন সিমের কোন নাম্বার সেটি দেখা তো শেষ হলো। এবার আমাদের ব্যালেন্স চেক করার পালা। ব্যালেন্স চেক না করতে পারলে আমরা হয়তো অনেক সময় জানি না আমাদের ফোনে কত টাকা আছে। কিংবা দেখা যায় যে প্রয়োজনীয় দরকারে কল করার সময় দেখা যায় যে, আপনার ফোনের ব্যালেন্স শেষ।

আপনি যদি আগে থেকে জেনে রাখেন আপনার ফোনে কত টাকা আছে তাহলে আপনার রিচার্জ করতে সুবিধা হবে। বিভিন্ন সিমের ব্যালেন্স চেক করার কোড গুলো নিচে দেয়া হল

গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড

  • গ্রামীণফোনের ব্যালেন্স চেক কোড: *566#

বাংলালিংক ব্যালেন্স চেক

  • বাংলালিংক ব্যালেন্স চেক কোড: *124#

রবি ব্যালেন্স চেক

  • রবি ব্যালেন্স চেক কোড: *222#

এয়ারটেল ব্যালেন্স চেক

  • এয়ারটেল ব্যালেন্স চেক কোড: *778#

টেলিটক ব্যালেন্স চেক

  • টেলিটক ব্যালেন্স চেক কোড: *152#

সিমে এমবি/ডাটা দেখার কোড

সিমের এমবি/ডাটা দেখার নিয়ম: বর্তমান সময় মোবাইল ফোন শুধু কল করার কাজেই ব্যবহৃত হয় না। মোবাইল দিয়ে আরেকটা জরুরী কাজ করা হয় তাহলে ইন্টারনেট চালানো। আমরা বিভিন্ন অফারে বা ডায়াল করে ইন্টারনেট কিনে থাকি। কিন্তু কতটুকু ইন্টারনেট আপনার ফোনে অবশিষ্ট আছে সেটাও জানা জরুরী।

কেননা আপনি যদি না জানেন আপনার ফোনে কতটুকু ইন্টারনেট আছে।  তাহলে হয়তো দেখা যাবে যে, আপনার অজান্তেই সকল ইন্টারনেট শেষ হয়ে গিয়ে আপনার ফোন থেকে টাকা কেটে নিবে। তাই কতটুকু ইন্টারনেট আপনার ফোনে অবশিষ্ট আছে সেটাই জানাও জরুরী। আসুন জেনে নেই কিভাবে ইন্টারনেট চেক করতে হয়।

গ্রামীণফোন এমবি চেক করার কোড

  • গ্রামীণফোনের এমবি দেখার কোড: *121*1*4#

বাংলালিংক এমবি চেক

  • বাংলালিংক এমবি দেখার কোড: *124*5#

রবি এমবি চেক

  • রবি এমবি দেখার কোড: *8444*88#

এয়ারটেল এমবি চেক

  • এয়ারটেল এমবি দেখার কোড: *4#

টেলিটক এমবি চেক

  • টেলিটক এমবি দেখার কোড: *152#

সিমে মিনিট দেখার কোড

বর্তমান সময়ে মোবাইলে রিচার্জ করার পাশাপাশি মিনিট কেনার হারও বেড়ে গেছে। মিনিট কিনলে দেখা যায় যে,  কলরেট অনেক কম খরচ হয়। কম করে টাকা কাটে। এই সময়ে রিচার্জ করা বাদ দিয়ে লোকজন এখন সরাসরি মিনিট প্যাকই কিনে থাকে।

আপনার ফোনে কতটুকু মিনিট অবশিষ্ট আছে তা জানা জরুরী। সেটি না জানলে ফোন থেকে টাকা কাটা শুরু করবে। আসুন জেনে নেই কিভাবে আপনার সিমের মিনিট চেক করবেন।

গ্রামীণফোন মিনিট চেক করার কোড

  • গ্রামীণফোনের মিনিট দেখার কোড: *566*24#

বাংলালিংক মিনিট চেক

  • বাংলালিংক মিনিট দেখার কোড: *124*2#

রবি মিনিট চেক

  • রবি মিনিট দেখার কোড: *222*3#

এয়ারটেল মিনিট চেক

  • এয়ারটেল মিনিট দেখার কোড: *778*5#

টেলিটক মিনিট চেক কোড

  • টেলিটক মিনিট দেখার কোড: *152#

এসএমএস দেখার কোড

এমবি এবং মিনিটের হিসাব তো গেল। এবার এসএমএস চেক করার পালা।এমএমএস জিনিসটা হয়তো এখন নতুন প্রজন্মের অনেকেই চিনবে না। ছবি কিংবা ভিডিও পাঠানোর জন্য বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকার আগে এমএমএসের মাধ্যমেই তখন পাঠানো হতো।

একটা সময় ছিল যখন মানুষ এসএমএস এর মাধ্যমেই চ্যাটিং করত। তখন ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি ছিল না। এই সময়েও হয়তো অনেকে এসএমএস কিনে থাকেন।

সেটা হতে পারে প্রিয়জনকে মেসেজ দিয়ে চমকে তোলার জন্য। কিংবা অনেকের অফিসিয়াল বিভিন্ন কাজেও মেসেজ করার প্রয়োজন হয়। আপনার কয়টি এসএমএস অবশিষ্ট আছে তা না জেনে এসএমএস করে থাকলে আপনার ফোনের ব্যালেন্স থেকে টাকা কেটে নিবে।

টাকা কেটে নেওয়া থেকে বাঁচতে, কয়টি এসএমএস অবশিষ্ট আছে তা চেক করা জরুরী। আসুন তাহলে জেনে নেই কিভাবে আপনি এসএমএস চেক করবেন

গ্রামীণফোন এসএমএস চেক কোড

  • গ্রামীণফোনের এসএমএস দেখার কোড: *566*2#

বাংলালিংক এসএমএস চেক কোড

  • বাংলালিংক এসএমএস দেখার কোড: *124*3#

রবি এসএমএস চেক কোড

  • রবি এসএমএস দেখার কোড: *222*11#

এয়ারটেল এসএমএস চেক কোড

  • এয়ারটেল এসএমএস দেখার কোড: *778*2#

টেলিটক এসএমএস চেক কোড

  • টেলিটক এসএমএস দেখার কোড: *152#

আরো পড়ুন: পিএসসি, জেএসসি, এসএসসি, জেডিসি, দাখিলসহ সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

সিমের প্যাকেজ চেক কোড

সিমের প্যাকেজ চেক করার নিয়ম: বর্তমান সময়ে প্রত্যেকটি সিম কোম্পানির বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে। এফএনএফ করার সুবিধা আছে কোন প্যাকেজে হয়তো ১০ সেকেন্ড পালস, কোন প্যাকেজে হয়তো টাকা কম কাটে, কোন প্যাকেজ হয়ত একটু বেশি বা অন্যান্য সুবিধা বেশি পাওয়া যায়।

অনেক সময় বর্তমান প্যাকেজ চেঞ্জ করে, এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজ এ যাওয়ার চিন্তাভাবনা করে থাকি। আমরা হয়তো জানি না আমরা বর্তমানে কোন প্যাকেজে আছি বাবা আমার সিমটি বর্তমানে কোন প্যাকেজের আওতভুক্ত। আপনার সিমটি বর্তমানে কোন প্যাকেজের অন্তর্ভুক্ত তা জানতে নিজের কোড গুলো ডায়াল করুন।

  • গ্রামীণফোনের প্যাকেজ দেখার কোড: *111*7*2#
  • বাংলালিংক প্যাকেজ দেখার কোড: *125#
  • রবি প্যাকেজ দেখার কোড: *140*14#
  • এয়ারটেল প্যাকেজ দেখার কোড: *121*8#
  • টেলিটক প্যাকেজ দেখার কোড: *152#

সীমের অফার দেখার কোড

আমাদের প্রত্যেকের সিমে নির্দিষ্ট কিছু অফার থাকে। অফার দেখার ফলে আপনি জানতে পারবেন আপনার জন্য কোন অফারটি প্রযোজ্য। এমনও হয়তো হতে পারে আপনার জন্য খুব কম দামে কোন ইন্টারনেট বা মিনিট প্যাক আছে। কিন্তু আপনি না জানার ফলে আপনার অফারটি মিস করে ফেলতে পারেন। আসুন জেনে নেই কিভাবে আপনার সীমের অফার দেখবেন।

  • গ্রামীণফোন অফার দেখার কোড: *121*5#
  • বাংলালিংক অফার দেখার কোড: *888#
  • রবি অফার দেখার কোড: *999#
  • এয়ারটেল অফার দেখার কোড: *999#
  • টেলিটক অফার দেখার কোড: see on my teletalk app

ইন্টারনেট সেটিং কোড

আমাদের অনেক সময় ফোনে সিম চেঞ্জ করতে হয়। আর সিম চেঞ্জ করার ফলে যে ঝামেলাটা হয় তা হল ইন্টারনেটের সেটিং চলে যায়। নেট চালু করলে ডাটা থাকার ফলেও দেখা যায় যে, ইন্টারনেট চলতেছে না। এজন্য আপনাকে ইন্টারনেট সেটিং ঠিক করতে হয় প্রত্যেকটি সিমের ইন্টারনেট সেটিং কোড নিচে দেওয়া হলো।

  • গ্রামীণফোন ইন্টারনেট সেটিং কোড: *111*6*2#
  • বাংলালিংক ইন্টারনেট সেটিং কোড: type All & send to 3343
  • রবি ইন্টারনেট সেটিং কোড: *140*7#
  • এয়ারটেল ইন্টারনেট সেটিং কোড: *140*7#
  • টেলিটক ইন্টারনেট সেটিং কোড: type SET & send to 738

আরো পড়ুন: মোবাইল ব্যাংকিং: মোবাইল ব্যাংকিং কী ও এর সুবিধা

মিসড কল এলার্ট কোড

মিসড কল এলার্ট একটি প্রয়োজনীয় এবং দরকারি জিনিস। আপনার সিম যদি বন্ধ থাকে বা নেটওয়ার্কের কারণে যদি বন্ধ দেখায়।  তাহলে সেই বন্ধ থাকার সময়ে যদি কেউ আপনাকে কল দিয়ে থাকে। তাহলে সেটি আপনাকে সিম চালু করার পর বা ফোন অন হওয়ার পর আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে।

এদিকেই বলা হয় মিসড কল সার্ভিস।।আপনি চাইলে খুব সহজেই মিসড কল এলার্ট চালু করতে পারেন। নিচে মিসড কল অ্যালার্ট চালু এবং বন্ধ করার নিয়ম দেখানো হলো।  

গ্রামীনফোনে মিসড কল এলার্ট চালু করার কোড

  • গ্রামীনফোনে মিসড কল এলার্ট চালু করার কোড: type START & send to 6222

গ্রামীনফোনে মিসড কল এলার্ট বন্ধ করার কোড

  • গ্রামীণফোনে মিসড কল এলার্ট বন্ধ করার কোড: type STOP & send to 6222
  • বাংলালিংকে মিসড কল এলার্ট চালু করার কোড: type START & send to 622
  • বাংলালিংকে মিসড কল এলার্ট বন্ধ করার কোড: type STOP & send to 622
  • রবিতে মিসড কল এলার্ট চালু করার কোড: type ON & send to 8272
  • রবিতে মিসড কল এলার্ট বন্ধ করার কোড: type OFF & send to 8272
  • এয়ারটেলে মিসড কল এলার্ট চালু করার কোড: *28272*11#
  • এয়ারটেলে মিসড কল এলার্ট বন্ধ করার কোড: *27282*2#
  • টেলিটকে মিসড কল এলার্ট চালু করার কোড: type REG & send to 2455
  • টেলিটকে মিসড কল এলার্ট বন্ধ করার কোড: type CAN & send to 2455

সকল সার্ভিস বন্ধ করার কোড

অনেক সময় দেখা যায় যে আপনার অজান্তেই নির্দিষ্ট কোন সার্ভিস চালু হয়ে সিম থেকে টাকা কেটে নেই। অথচ আপনি জানেন না সেটি কিভাবে বন্ধ করতে হয়। তাই আপনার ফোনে একটিভ থাকা সকল সার্ভিস বন্ধ করতে চাইলে নিচের কোডগুলো ডায়াল করুন। তাহলেই সব সার্ভিস বন্ধ হয়ে যাবে।

  • গ্রামীণফোনের সকল সার্ভিস বন্ধ করার কোড: *121*6*1#
  • বাংলালিংক সকল সার্ভিস বন্ধ করার কোড: *121*7*1*2*1#
  • রবি সকল সার্ভিস বন্ধ করার কোড: *9#
  • এয়ারটেল সকল সার্ভিস বন্ধ করার কোড: *9#
  • টেলিটক সকল সার্ভিস বন্ধ করার কোড: STOP ALL & send to 335

বিরক্তিকর মেসেজ আসা বন্ধ করার কোড

আপনার ফোনে বিভিন্ন সময় বিভিন্ন অফারের বিরক্তিকর মেসেজ আসা বন্ধ করতে নিজের কোড গুলো ডায়াল করুন।

  • গ্রামীণফোন সীমের কোড: *121*1101#
  • বাংলালিংক সীমের কোড: *121*8*6#
  • রবি সীমের কোড: *7#
  • এয়ারটেল সীমের কোড: *7#
  • টেলিটক সীমের কোড: প্রযোজ্য নয়।

সীমের নোটিফিকেশন বন্ধ করার কোড

আমরা অনেক সময় ইন্টারনেট চালানোর পর দেখা যায় অনেক সময় ফোনে একটি নোটিফিকেশন আসে যে কত এমবি ইউজ করা হল। ফলে ডিসপ্লে অনেকক্ষণ জ্বলে থাকে আর বন্ধ হয় না। ফোনের চার্জ চলে যায়। বন্ধ করতে চাইলে নিজের কোড ডায়াল বা পদ্ধতি অনুসরণ করুন।  

  • গ্রামীনফোন নোটিফিকেশন বন্ধ করার কোড: *121*1005*4#
  • বাংলালিংক নোটিফিকেশন বন্ধ করার কোড: *121*8*1*5*2#
  • রবি নোটিফিকেশন বন্ধ করার কোড: *123*3*9#
  • এয়ারটেল নোটিফিকেশন বন্ধ করার কোড: *362*2#
  • টেলিটক নোটিফিকেশন বন্ধ করার কোড: প্রযোজ্য নয়।

আরো পড়ুন: লাইভ খেলা দেখার সফটওয়্যার ও লিংক

বিকল্প পদ্ধতি

go to your settings-notification – massages – new massages(sim 1/sim 2) Lock screen – and select, don’t show notifications

কাস্টমার কেয়ার নাম্বার

সকল সিমের কাস্টমার কেয়ার নাম্বার নিচে দেওয়া হলো। আপনি প্রয়োজনে তাদের সাহায্য নিতে পারেন।

  • জিপি সীমের কাস্টমার কেয়ার নাম্বার: 121
  • বাংলালিংক সীমের কাস্টমার কেয়ার নাম্বার: 121
  • রবি সীমের কাস্টমার কেয়ার নাম্বার: 123
  • এয়ারটেল সীমের কাস্টমার কেয়ার নাম্বার: 121
  • টেলিটক সীমের কাস্টমার কেয়ার নাম্বার: 1234

সকল সীমের এপস

তারপরও যদি সকল কোড যদি আপনার মনে রাখতে অসুবিধা হয়।  তাহলে আপনি প্রত্যেকটি সিমের একটি করে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার সিমের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। নিচের অ্যাপ গুলো প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পাবেন।

  • গ্রামীণফোন সীমের এপস: my gp
  • বাংলালিংক সীমের এপস: my bl
  • রবি সীমের এপস: my robi
  • এয়ারটেল সীমের এপস: my airtel
  • টেলিটক সীমের এপস: my teletalk

সূচীপত্র

Leave a Comment