Letter কাকে বলে? কত প্রকার ও কি কি?

ইংরেজী বর্ণমালার সাথে পরিচিত হতে হতেই আমরা বেড়ে উঠি।অথচ শৈশবের এই সাধারণ শিখনের ব্যাপারে পরবর্তীতে আলোচনার বিস্তৃতি কিছুটা কমেই যায়।

Letter কাকে বলে, আমরা সবাই জানলেও গুছিয়ে বলতে পারিনা তেমন।এছাড়া Letter এর প্রকারভেদ নিয়েও বিস্তারিত ভাবে আজকের এই আর্টিকেলে তুলে ধরবো।

প্রথমেই আসি, Letter কাকে বলে সে আলোচনায়।

আরো পড়ুন ;- Preposition কাকে বলে? কত প্রকার ও কি কি?

Letter কাকে বলে?

প্রত্যেক ভাষারই কতগুলো মৌলিক চিহ্ন বা সংকেত রয়েছে। তেমনি ইংরেজি ভাষারও কতগুলো সাংকেতিক চিহ্ন রয়েছে। এসব সাংকেতিক চিহ্নকে এক একটি Letter বলে। Letter শব্দের অর্থ হলো- বর্ণ বা অক্ষর। ইংরেজি ভাষায় ২৬ টি বর্ণ রয়েছে। যেমন – A, B, C, d, e ইত্যাদি।

ইংরেজী ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কতকগুলি চিহ্ন বা সংকেত-এর প্রয়োজন। সাংকেতিক এই চিহ্নগুলিকে এক একটি Letter বা বর্ণ বা অক্ষর বলে।

আরো পড়ুন ;-ব্যাকরণ কাকে বলে? ব্যকরণ কত প্রকার ও কি?

Letter কত প্রকার ও কি কি?

লেখার ধরণের উপর ভিত্তি করে,

Letter মূলত দুই প্রকারের হয়ে থাকে।

১.

  1. Capital Letter (বড় হাতের অক্ষর) 
  2. Small Letter (ছোট হাতের অক্ষর)     

Capital Letter

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Small Letter 

a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

আরো দু ভাগে alphabet এর letter গুলোকে ভাগ করা যায়।

  1. Vowel (স্বরবর্ণ)
  2. Consonant (ব্যঞ্জনবর্ণ)

Vowel (স্বরবর্ণ): যেসকল Letter অন্য Letter এর সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে তাকে Vowel বা স্বরবর্ণ বলে। ইংরেজিতে Vowel ৫ টি। যথাঃ A, E, I, O, U.

Semi – Vowel: ইংরেজিতে W এবং Y কে Semi-vowel বলা হয়। এর কারণ হলো শব্দের প্রথমে যদি W এবং Y বসে তখন তারা Consonant এর মত আচরণ করে। আর যদি এরা (W, Y) শব্দের মাঝে বা শেষে বসে তাহলে তখন তারা Vowel এর মত আচরণ করে। যেমন –

উপরের উদাহরণের Walk, We, Work, Yard, Yellow, Yes, Year এই Word গুলোর প্রথমে W ও Y বসেছে। তাই এরা Consonant.

আবার Cow, How, Vowel, Fly, Eye, Cry এই উদাহরণগুলোর মাঝে বা শেষে W ও Y ব্যবহৃত হয়েছে। শব্দের মাঝে বা শেষে বসেছে বলে এরা Vowel.

Consonant (ব্যঞ্জনবর্ণ): যেসকল Letter অন্য Letter এর সাহায্য ছাড়া নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, তাকে Vowel এর সাহায্য নিতে হয় তাকে Consonant (ব্যঞ্জনবর্ণ) বলে। Consonant ২১ টি। A, E, I, O, U ব্যতীত বাকি ২১ টি বর্ণ হলো Consonant.

যেমন – M (এম) = এ (A) + ম

F (এফ) = এ (A) + ফ

এখানেই শেষ করছি। আশা করি Letter সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি।

আরো পড়ুন ;- শব্দ কাকে বলে? কত প্রকার ও কি কি?

সর্বশেষ আপডেট

Leave a Comment